About

পরমচেতনা কবির সামনে খুলে দেয় অজ্ঞানতার মধ্যে লুকানো জ্ঞান ও পারিমার্থিক জ্ঞানের দরজা । যার সাহায্যে তিনি উপলব্ধি করেন বস্তু-বিশ্বের পূর্ণাঙ্গ স্বরূপ। যা তাঁকে পৃথিবী, জল, অগ্নি, বায়ু ও আকাশ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও অতিসূক্ষ্ম অনুভবের পথে নিয়ে যায়। প্রতিটি বস্তু ও প্রাণীর মধ্যেকার দর্শনকে অতি সহজে অনুভব করতে পারেন তিনি। কবি অনুভব করেন ত্রিমূর্তি, ত্রিকালদর্শী, পরম চেতনার সূক্ষ্ম ধ্বনিকে। আর এখান থেকেই সূচনা হয় জেড্ প্রজন্মের কবিতা যুগের।