নিমাই জানার পাঁচটি কবিতা | Nimai Jana
ছিন্নমস্তা চারাগাছ ও মুরারীচকের ল্যাটেরাইট অসুখ ~ নিমাই জানা স্বয়ম্ভু শ্মশান ও মিথুন শরীরের বাবা ~ নিমাই জানা অ্যানামেলিক কশেরুকা ও অদ্বৈত চিহ্নের সিংহাসন ~ নিমাই জানা একগুচ্ছ রাধা ও…
সৌতিক হাতীর অনুকবিতা
১. সন্ধ্যার জমতে থাকা অন্ধকার হাতড়ে খুঁজি ছায়াসঙ্গীর ছায়া । সব ছায়ার প্রচ্ছায়া নেই । ২. বেলা বয়ে যায় বইতে দাও । অবেলায় দৌড়েই যাবো আলোকবর্ষ । ৩. নীল সমুদ্র…
নিমাই জানার ছয়টি কবিতা
জীবাশ্ম ও বাবার বুকপকেট ~ নিমাই জানা নীল অসুখ ও একাকী করিডোর ~ নিমাই জানা তৃণভোজী নাবিক ও রাজুর চা দোকান ~ নিমাই জানা মিথোজীবী নারী ও শালগ্রাম চোখ ~…
দেবার্ঘ সেন-এর কবিতা | Debargha Sen
অব্যয় ~ দেবার্ঘ সেন শরীরের অন্তস্থ দ্বীপে অধিকারী আলো,লবণাম্বুরাশি..কশেরুকা সৈকত ঘ্রাণ। কতদিন ছুঁইনি আবর্ত কেমন আছে সেসব সহজাত চণ্ডালাদিকেমন আছে সেসব মিথ্যে স্রোত! দেখো মস্তিষ্কের মণ্ডপে শরীরের জলরঙেঘনিয়ে আসছে গোধূলি..…